অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট যেকোনো মুহূর্তে সরে দাঁড়াতে পারে।আজ শনিবার (২৯ ডিসেম্বর) বিএনপি জামায়াতের হামলায় দিনাজপুরে আহত আওয়ামী লীগ নেতা ড. মাহবুবুর রহমানকে সিএমএইচ-এ দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জনের ঘোষণা দিলে তাতে বিভ্রান্ত না হয়ে জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
এরআগে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের আওয়ামী লীগ নেতা ড. মাহাবুবুর রহমানকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা চালানোর সময় গতকাল দুর্বৃত্তদের হামলায় আহত হন আওয়ামী লীগ নেতা ড. মাহবুবুর রহমান। এরপর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে সিএমএইচে ভর্তি করা।
Leave a Reply