1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
২০০ পাউন্ডের কেক কেটে বেকিং টুলস কুমিল্লার ৫ বছর পূর্তি ও শেফ জেবুন্নেছার শততম ক্লাস উদযাপন! প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত :  কুমিল্লায় বিএনপি নেতা কামরুল হুদা মওদুদ শুভ্রকে  ছুরিকাঘাত করা  আসামিরা জনসম্মুখে  ঘুরে বেড়াচ্ছে! কুমিল্লায় গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের বর্ষ সমাপনী উন্নয়ন সভা কুমিল্লায় টমছমব্রীজে ফল্যান্সার শপের উদ্বোধন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন না ফেরার দেশে পূজা উদযাপন পরিষদ কুমিল্লার সভাপতি শিব প্রসাদ রায়! জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট! ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের ভিডিওটি  অভিনয়! তব ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের ভিডিওটি  অভিনয়! তবুও ক্ষুব্ধ দেশবাসী!ও ক্ষুব্ধ দেশবাসী! ভারতকে উড়িয়ে এশিয়া কাপের চ্যম্পিয়ন বাংলাদেশ

ময়মনসিংহের পর এবার পটুয়াখালিকে উড়িয়ে দেশ সেরার পথে কুমিল্লার ছেলেরা

  • প্রকাশ কালঃ সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ১০৫৯

  (দেলোয়ার হোসেন জাকির , কুমিল্লা)

কুমিল্লায় ৪৯তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ক্রীড়া প্রতিযোগিতার তৃতীয় দিনের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ক্রিকেটে দিনের প্রথম খেলায় বকুল অঞ্চলের কুমিল্লা জেলা কুমিল্লা হাই স্কুল ১৬৫ রান করে জবাবে গোলাপ অঞ্চলের পটুয়াখালি জেলার গভ: জুবলী হাইস্কুল মাত্র ৮১ রানে অল আউট হয়। প্রথম ম্যাচে ময়মনসিংহকে ৫১ রানে হারিয়ে শুভ সূচনা করে কুমিল্লা। আর একটি ম্যাচ জিতলেই দেশ সেরা হবে কুমিল্লা হাই স্কুল। ম্যাচটি হবে মঙ্গলবার সকাল ৮ টায় কুমিল্লা স্টেডিয়ামে। এদিকে

অপর খেলায় ছাত্রদের ক্রিকেটে চাঁপা অঞ্চলকে ৯ রানে হারায় পদ্ম অঞ্চল। জিলা স্কুলে ছাত্রীদের ক্রিকেট খেলায় গোলাপ অঞ্চল ঝিনাইদহ জেলা ফজর আলী গার্লস স্কুল বকুল অঞ্চলের কুমিল্লা জেলার সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়কে ৬ উইকেটে পরাজিত করে।

একই ভ্যানুতে পরবর্তী ছাত্রীদের ক্রিকেটে পদ্ম অঞ্চলের ঢাকা জেলার গাজিরচর হাই স্কুল চাঁপা অঞ্চলের সিরাজগঞ্জ জেলার গারামাসি জিধুরী জে এস বালিকা উচ্চ বিদ্যালয়কে ৭২ রানে পরাজিত করে।

ডিসিপ্লিনে সমানভাবে পদক কেড়ে নিয়েছে চার অঞ্চলের খেলোয়াড়রা। পদ্ম, গোলাপ, চাাঁপা ও বকুল এ চার অঞ্চলই কেউ কারো থেকে কম নয়। পয়েন্ট তালিকায় সমান ভাবে এগিয়ে রয়েছে চার অঞ্চলে খেলোয়াড়রই। ৭টি ডিসিপ্লিনে তৃতীয় দিনেও অংশ নেয় দেড় শতাধিক খেলোয়াড়। জাতীয় এ প্রতিযোগিতায় ভলিবল, বাস্কেটবল, হকি, ব্যাডমিন্টন, ক্রিকেট, টেবিল টেনিস ও এ্যাথলেটিকস কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জিলা স্কুল, হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়, জিমনেশিয়াম সহ মোট ৫টি ভ্যানুতে অনুষ্ঠিত হয়েছে।

৪৯তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড ক্রীড়া প্রাতিযোগিতায় ১১টি শিক্ষা বোর্ডের ৮০৮ জন ক্রীড়াবিদ ৭টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে। জাতীয় এ প্রতিযোগিতার তৃতীয় দিনে নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের ভলিবল অনুষ্ঠিত হয়। এ ভ্যানুতে ফলাফলে পদ্ম বনাম চাঁপা অঞ্চলের মধ্যে ভলিবল প্রতিযোগিতায় পদ্ম অঞ্চলের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়কে ২/০ সেটে হারিয়ে জয় পায় চাঁপা অঞ্চলের পাবনা জেলার মাওলানা কছিম উদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়। অপর খেলায় ছাত্রীদের ভলিবলে চাঁপা অঞ্চলের পঞ্চগড় জেলার ভিপি উচ্চ বিদ্যালয়কে ২/১ সেটে হারিয়ে জয় তুলে নেয় বকুল অঞ্চলের বান্দরবন জেলার কোয়ান্টাম কসমস স্কুল এন্ড কলেজ। একই ভ্যানুতে তৃতীয় খেলায় ছাত্রদের ভলিবলে গোলাপ অঞ্চলের পটুয়াখালি জেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়কে ২/০ সেটে হারিয়ে জয় পায় বকুল অঞ্চলের বান্দরবন জেলার কোয়ান্টাম কসমস স্কুল এন্ড কলেজ। হোচ্ছামিয় উচ্চ বিদ্যালয় মাঠের ভ্যানুতে হকি প্রতিযোগিতায় ছাত্রদের খেলায় বকুল অঞ্চলের কক্সবাজার জেলার বায়তুস শরফ জব্বারিয়া একাডেমি ১/০ গোলে পদ্ম অঞ্চলের কিশোরগঞ্জ জেলার আরজত আতরজান উচ্চ বিদ্যালয়কে হারায়। অপর খেলায় হকিতে ছাত্রদের খেলায় গোলাপ অঞ্চলের সাতক্ষিরা পুলিশ লাইন স্কুল কে ১০/০ গোলে হারিয়েছে চাঁপা অঞ্চলের রাজশাহী জেলার শহীদ মাসুম মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ। দিনের ১১টায় ছাত্রীদের হকি খেলায় বকুল অঞ্চলের কুমিল্লা জেলার রফিক উদ্দিন মেমোরিয়াল কে ৪/০ গোলে হারায় পদ্ম অঞ্চলের কিশোরগঞ্জ জেলার আরজত আতরজান উচ্চ বিদ্যালয়। জিলা স্কুল মাঠের ভ্যানুতে বাস্কেট বল প্রতিযোগিতায় বকুল অঞ্চলের বান্দরবন জেলার কোয়ান্টাম কসমসকে ৩১/১৬ সেটে হারায় গোলাপ অঞ্চলের যশোর জেলার প্রগতি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। বকুল অঞ্চলের চট্টগ্রাম জেলার সেন্টপ্লাস সিট ৯২/৬১ সেটে গোলাপ অঞ্চলের খুলনা জেলা স্কুলকে হারায়। অপর খেলায় চাঁপা অঞ্চলের ঠাকুরগাঁও জেলার সালান্দর উচ্চ বিদ্যালয় ১১/৯ সেটে হারায় পদ্ম অঞ্চলের কিশোরগঞ্জ আরজত আতরজান উচ্চ বিদ্যালয়কে। অপর খেলায় ছাত্রদের বাস্কেটবলে পদ্ম অঞ্চলের ঢাকা জেলার সেন্টগ্রেগরি ৮৪/২৯ সেটে চাঁপা অঞ্চলের রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারায়। তৃতীয় দিনের টেবিল টেনিসে ছাত্রী এককে পদ্ম অঞ্চলের সাথে জয় পায় গোলাপ অঞ্চল। ছাত্রী দৈত খেলায় পদ্ম অঞ্চলের সাথে জয় পায় বকুল অঞ্চল। ছাত্র এককে চাঁপা অঞ্চলের সাথে জয় পায় বকুল অঞ্চল। অপর খেলায় ছাত্র এককে পদ্ম অঞ্চলের সাথে জয় পায় গোলাপ অঞ্চল। ছাত্র দৈত টেবিল টেনিসে পদ্ম অঞ্চলের সাথে জয় পায় বকুল অঞ্চল। ছাত্র এককে চাঁপা অঞ্চলের সাথে জয় পায় বকুল অঞ্চল। ছাত্র দৈত খেলায় গোলাপের সাথে জয় তুলে নেয় চাঁপা অঞ্চল। ছাত্রী দৈত চাঁপা অঞ্চলের সাথে জয় পায় গোলাপ অঞ্চল।

এ্যাথলেটিকস গোলাপ নিক্ষেপ বালক বড় ১ম গোলাপ অঞ্চলের মো. রিফায়েতুল ইসলাম, ২য় পদ্মা অঞ্চলের মারুফ আহমেদ, ৩য় বকুল অঞ্চলের মেহেদী হাসান। ১০০মিটার দৌড় বালিকা বড় ১ম গোলাপ অঞ্চলের সুমাইয়া আক্তার, ২য় গোলাপ অঞ্চলের সঞ্চিতা কর্মকার ও ৩য় চাপাঁ অঞ্চলের মোসা. সুমাইয়া আক্তার। লাফ-ধাপ-ঝাপ বালক বড় ১ম বকুল অঞ্চলের বেবী জালেন নোয়ান, ২য় গোলাপ অঞ্চলের মো. মাহবুল ইসলাম, ৩য় পদ্ম অঞ্চলের মাহমুদুল। উচ্চ লাফ বালিকা বড় ১ম গোলাপ অঞ্চলের হাজেরা খাতুন, ২য় পদ্ম অঞ্চলের নিপা ও ৩য় চাপাঁ অঞ্চলের তাহমিনা আক্তার বর্ষা। চাকতি নিক্ষেপ বালক বড় ১ম মো. বিল্লাল হোসেন, ২য় গোলাপ অঞ্চলের সাব্বির আনোয়ার, ৩য় পদ্ম অঞ্চলের বুলবুল হোসেন। দীর্ঘ লাফ বালিকা মধ্যম ১ম পদ্ম অঞ্চলের কবুরি আক্তার, ২য় চাপাঁ অঞ্চলের সুমনা খাতুন, ৩য় পদ্ম অঞ্চলের সামিয়া আফরিন। ১৫০০মিটার দৌড় বালক বড় ১ম বকুল অঞ্চলের মোশারফ হোসেন, ২য় গোলাপ অঞ্চলের সামছুল হক, ৩য় গোলাপ অঞ্চলের মুজাহিদ শেখ। উচ্চ লাফ বালক মধ্যম ১ম বকুল অঞ্চলের চুয়াং মুড়ং, ২য় গোলাপ অঞ্চলের মো. রায়হান, ৩য় চাপাঁ অঞ্চলের সাকিব খান। উচ্চ লাফ বালিকা মধ্যম ১ম বকুল অঞ্চলের বিবি ফাতেমা, ২য় পদ্ম অঞ্চলের সাকিবা আক্তার ও ৩য় গোলাপ অঞ্চলের মহসিনা খাতুন। চাকতি নিক্ষেপ বালিকা বড় ১ম বকুল অঞ্চলের বিবি হাজেরা, ২য় গোলাপ অঞ্চলের জুয়ায়রিয়া ফেরদৌস ও ৩য় বকুল অঞ্চলের নিলুফা আক্তার। দীর্ঘ লাফ বালক বড় ১ম গোলাপ অঞ্চলের সৌরভ বিশ্বাস, ২য় পদ্ম অঞ্চলের মো. নাসিম ও ৩য় বকুল অঞ্চলের বেবী জালেন নোয়ান বম। লাফ-ধাপ-ঝাপ বালক মধ্যম ১ম বকুল অঞ্চলের চুয়াং মুড়ং, ২য়র পদ্ম অঞ্চলের মো. জিসান দেওয়ান ও ৩য় পদ্ম অঞ্চলের মাইন্রু রহমান। ৮০০মিটার দৌড় বালক ১ম বকুল অঞ্চলের মোশারফ হোসেন, ২য় পদ্ম অঞ্চলের মনিরুজ্জামান তপু ও ৩য় গোলাপ অঞ্চলের মুজাহিদ শেখ। তৃতীয় দিনের প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠারে উপস্থিত ছিলে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাঠোয়ারী, বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ কামরুজ্জামান, কলেজ উপ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী, উপ সচিব ও এ্যাথলেটিকস কমিটির আহবায়ক সাফায়েত মিয়া, সাংবাদিক আবুল হাসনাত বাবুল, বদরুল হুদা জেনু, মাহবুবুল আলম চপল, সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির ।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews