নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার বরুড়ায় ৩০ জন যাত্রী নিয়ে বলাকা পরিবহনের একটি বাস খালে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর ৪ জনসহ ১৫ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান।
রোববার (৩ অক্টোবর) সকাল ৯টায় বরুড়া আমড়াতলী সড়কের লাইজলা এলাকায় এ ঘটনা ঘটে। চালক মোবাইলে কথা বলতে গিয়ে পাশের খালে পড়ে যায় বলে দাবি করেছেন যাত্রীরা।
জানা যায়, সকালে বরুড়া থেকে কুমিল্লা যাচ্ছিল বলাকা বাসটি। এ সময় লাইজলা এলাকায় পৌঁছলে এ ঘটনা ঘটে। এই সময় বাসে ৩০ জনের বেশি যাত্রী ছিল। আহত ১৫ জনকে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হচ্ছে। আহতের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।
Leave a Reply