অনলাইন ডেস্ক:
মোবাইলে থ্রিজি ফোরজি ইন্টারনেট সেবা ফের চালু হয়েছে। মোবাইলে ফিরলো থ্রিজি ও ফোরজি ইন্টারনেট। মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থ্রিজি ও ফোরজি ইন্টারেনট চালু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান।
রোববার (৩০ ডিসেম্বর) ভোট শেষ হওয়ার দুই ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৬টায় বিটিআরসির নির্দেশনা পেয়ে সব ধরনের মোবাইল ইন্টারনেট চালু করা হয়। এরপর রাত ৯টার পর আবার ফোর জি ও থ্রি জি ইন্টারনেট সেবা বন্ধ করার নির্দেশনা দেয়া হয়।
উল্লেখ্য, শনিবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে নির্দেশনা পাঠিয়ে ইন্টারনেট সেবা বন্ধ করেছিল বিটিআরসি। শনিবার দুপুর থেকে ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ করে টু-জি সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। কিন্তু শনিবার রাত ১১টার পর থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত টু-জি সেবাও বন্ধের নির্দেশনা দেয়া বিটিআরসির পক্ষ থেকে।
সর্বশেষ রবিবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার পর থেকে থ্রিজি ও ফোরজি বন্ধ করে দেওয়া হয়। মোবাইলে থ্রিজি ও ফোরজি বন্ধ থাকলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু ছিল।প্রসঙ্গত, সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক সংখ্যা প্রায় ৬০ লাখ।
Leave a Reply