অনলাইন ডেস্ক:
মাঠে নেমেছে আর্জেন্টিনা। তাদের সামনে এখন একমাত্র লক্ষ্য নাইজেরিয়ার বিপক্ষে জয় লাভ। শুরুতেই সেই স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। ম্যাচের মাত্র ১৫ মিনিটে আর্জেন্টিনার পক্ষে আজকের ম্যাচে প্রথম গোল করেন লিওনেল মেসি।
আজকের ম্যাচে আক্রমণভাগে লিওনেল মেসি তার সঙ্গী হিসেবে পেয়েছেন গনজালো হিগুয়াইনকে। এছাড়া গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ফ্রাংকো আরমানি।
মেসিদের শুধু এই ম্যাচে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে একই সময়ে চলা ক্রোয়েশিয়া ও আইসল্যান্ডের ম্যাচের দিকেও। রাশিয়া বিশ্বকাপে বাজে শুরু করা আর্জেন্টিনা গ্রুপ ‘ডি’র চতুর্থ দল হিসেবে রয়েছে। আইসল্যান্ডের হারেরও প্রার্থনা করবে আলবিসেলেস্তারা।
সেইন্ট পিতার্সবুর্গে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয় ম্যাচটি।
আর্জেন্টিনা আগের দুই ম্যাচে এক ড্র ও এক হারে মাত্র এক পয়েন্ট অর্জন করেছে। এই গ্রুপে শীর্ষে থাকা ক্রোয়েশিয়া দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে। দ্বিতীয়স্থানে থাকা নাইজেরিয়া দুই ম্যাচের একটিতে জয় ও সমান ম্যাচে হার বরণ করেছে। আইসল্যান্ড আর্জেন্টিনার মতো একটি ড্র ও একটি হেরে তৃতীয়স্থানে অবস্থান করছে।
Leave a Reply