নাজিম উদ্দিন, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত একটায় এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত একটায় একটি স্বর্ণের দোকানে আগুন লাগে। ধীরে ধীরে সেই আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে সেখানে থাকা আরো ৫টি স্বর্ণের দোকান ও ছোট-বড় ৯টি বিভিন্ন দোকান পুড়ে গেছে।
মুরাদনগর ফায়ারসার্ভিসের সাব অফিসার মো: শাহ আলম খান জানান, আমরা রাত ১টার দিকে আগুন লাগার সংবাদ পাই। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে একটি ইউনিট নিয়ে কাজ শুরু করি। প্রায় দেড়ঘন্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। তদন্ত শেষে বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’
Leave a Reply