(মো. নাজিম উদ্দিন, মুরাদনগর)
কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের গরীব শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
ম্যানেজিং কমিটি ও বিদ্যালয় কতৃপক্ষের সহায়তায় সোমবার দুপুরে উপজেলার পান্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়,চতুর্থ ও পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা : পারভিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী।
সহকারী শিক্ষক রাশেদুদ জামানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সোবহান মিয়া, জাকারিয়া সরকার, সহকারি শিক্ষক উম্মে খাদিজা, আয়েসা আক্তার, হাসিনা আক্তার, রিনা আক্তার, শাকিলা আক্তার প্রমুখ।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে প্রাথমিক বিদ্যালয় গুলোতে শতভাগ মিড-ডে মিল চালু করার লক্ষে কার্যক্রম এগিয়ে চলছে।
চলতি মাসের মধ্যেই মুরাদনগর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় গুলোতে শতভাগ মিড-ডে মিল চালু করা হবে।
Leave a Reply