অনলাইন ডেস্ক:
মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলা থেকে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে অব্যবহিত দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে গুলশান থানা।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল হাসান গত ১৯ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ( সিএমএম) এই তদন্ত প্রতিবেদন জমা দেন জানা গেছে।
সিএমএম আদালতের একটি সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদন আদালত গ্রহণ করবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত দিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোরশেদ আল মামুন আগামী ২৯ জুলাই দিন ধার্য করেছেন।এ বিষয়ে বিস্তারিত জানতে মামলার তদন্ত কর্মকর্তা ওসি আবুল হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি কেটে দেন।
মামলার বাদী নুসরাত জাহান তানিয়া জানান, মামলার আসামিকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানাননি তদন্ত কর্মকর্তা বা ওসি। সংবাদমাধ্যমে বিষয়টি জানতে পেরে ওসির সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।তিনি আরও জানিয়েছেন, বিস্তারিত জেনে আদালতে এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিবেন। সূত্র: দ্য ডেইলি স্টারকে
Leave a Reply