অনলাইন ডেস্ক:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী-১ আসনে দলটির প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ফাঁস হওয়া ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফোনালাপে শোনা যায়, নুরনবী চৌধুরী নামে এক দলীয় কর্মীকে লাঠি-বাঁশ নিয়ে প্রস্তুত থাকার নির্দেশনা দিচ্ছেন তিনি। সোমবার (২৪ ডিসেম্বর) রাতে ওই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে।
খোকন ও নুরনবীর ফোনালাপের কিছু অংশ তুলে ধরা হলো-
বিএনপি কর্মী নুরনবী চৌধুরী: নজরুলের পোলাপাইন এখানে ইয়ে করতেছে। আমি হয়তো কাল রাতে রওনা দিব।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন: কাল রওনা দেবে তো? কালকে বাঁশ-টাশ কেটে নিতে বলো। সব রেডি করতে বলো।
নুরনবী: আচ্ছা, ঠিক আছে।
খোকন: সাহেদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? সাহেদের সঙ্গে কথা বলিও ঠিক আছে?
নুরনবী: আচ্ছা ঠিক আছে।
খোকন: সে তো ডেনজারাস, হ্যাঁ।
নুরনবী: হ্যাঁ, তার সাথে যোগাযোগ করবো। আর রিয়াজও আছে, মঠখোলার রিয়াজ।
খোকন: হ্যাঁ। জাহাঙ্গীরের লোক আছে না?
নুরনবী: হ্যাঁ
খোকন: ডা. শিপনের সঙ্গে কথা বলবে, ঠিক আছে?
Leave a Reply