রবিউল হোসেন।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল বলেছেন, ‘মাদকমুক্ত যুব সমাজ গড়তে খেলাধূলার কোন বিকল্প নাই। বিশ্বায়নের এযুগে অপসংস্কৃতির করাল গ্রাস আর নৈতিক অবক্ষয় রোধে যুব সমাজকে রক্ষা করতে সমাজের দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে। মাদক ও জঙ্গিবাদ থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে ক্রীড়া চর্চার প্রতি উৎসাহিত করুণ। কুমিল্লার ঐতিহ্য রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে। শিশু-কিশোরদের দেশপ্রেমিক ও ২০৪১ সালের উন্নত দেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে ভূমিকা রাখতে হবে’।
রবিবার (৮ডিসেম্বর) শহরতলী দৌলতপুরের ছায়াবিতান যুব উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড মো.আমিনুল ইসলাম টুটুল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, একজন যুবক কিংবা কিশোরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হলে সুস্থ বিনোদনের পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিমূখি করে গড়ে তুলতে হবে। অপসংস্কৃতি চর্চা ও স্মাটফোনের অপব্যবহার রোধে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। মাদক- জঙ্গিবাদে জড়িত যেসব তরুণ ধরা পড়ছে, তাদের অনেকের পারিবারিক বন্ধন অনেক শিথিল। যেসব তরুণ মাদকের সঙ্গে জড়িত তাদের অভিভাবকরাও সন্তানের দিকে তেমন নজর দেন না। অথচ সামাজিক অবক্ষয় রোধে পরিবার এবং অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুর শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন আহম্মেদ বাবু, ৩নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.ফকরুল ইসলাম রুবেল, ৪নং ওয়ার্ড মেম্বার রেজাউল করিম রাজন, সাংবাদিক এম.এইচ মনির। ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয় -ছায়াবিতান ফুটবল একাদশ এবং রানার আপ হয় ধর্মপুর ফুটবল একাদশ। অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন ছায়াবিতান যুব উন্নয়ন ফোরামের জীবন, মিজান, আশিক, রিন্টু ও মুন্না।
Leave a Reply