অনলাইন ডেস্ক:
পরিকল্পনা মন্ত্রী কুমিল্লার কৃতি সন্তান আ হ ম মুস্তফা কামাল মাঠে বসে কুমিল্লার খেলা দেখছেন। তবে মাঠে নাফিসা কামালকে দেখা যায়নি।বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ষষ্ঠ আসরের দ্বিতীয় দিনের প্রথম খেলায় মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করে কুমিল্লা। জয়ের জন্য ১২৮ রান করতে হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ।
জবাবে ব্যাট করছে কুমিল্লা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৫ ওভার শেষ ২ উইকেট হারিয়ে ২৫ রান । ব্যাটিং আছে তামিম এবং স্মিথ।
শৈশব কৌশরের কষ্টের চাকায় মোড়ানো সংগ্রামী জীবনের গল্পকে সামনে রেখে এগিয়ে চলা মানুষটির নাম আ হ ম মুস্তফা কামাল। যিনি এদেশের মানুষের কাছে লোটাস কামাল নামেই বেশি পরিচিত। বিশ্বপরিমন্ডলে ও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামালের পরিচিতির ব্যাপকতা রয়েছে। শিক্ষা জীবন থেকে শুরু করে ব্যবসা, ক্রীড়াঙ্গন ও রাজনীতিতে সফল আ হ ম মুস্তফা কামালের সংগ্রামী পথচলা নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করে তুলে।
সিলেট সিক্সার্স একাদশ:
ডেভিড ওয়ার্নার(অধিনায়ক) ,লিটন দাস,নিকোলাস পুরান, অলোক কাপালি, সাব্বির রহমান,আফিফ হোসেন, আল-আমিন হোসেন, তৌহিদ হৃদয়, সন্দীপ লামিচানে,মোহাম্মদ ইরফান,তাসকিন আহমেদ।
কুমিল্লা একাদশ
স্টিভেন স্মিথ(অধিনায়ক), আনামুল হক বিজয়, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাইফ উদ্দিন, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ, মেহেদী হাসান, এভিন লুইস, শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক।
দিনের অপর ম্যাচে বিকেল ৫টা ২০ মিনিটে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। রংপুর অবশ্য তাদের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের কাছে হেরে গেছে। এই ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর ম্যাচ। আজকের ম্যাচে রংপুরের হয়ে মাঠে নামবেন টি-টোয়েন্টির বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। আর খুলটা টাইটান্সের জন্য জয় দিয়ে শুভসূচনা করার ম্যাচ এটি। দেখার বিষয় শেষ পর্যন্ত কারা জয় নিয়ে মাঠ ছাড়ে।
Leave a Reply