অনলাইন ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য বেচে যায় যাত্রীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় দাউদকান্দি হাসানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে কুমিল্লা গামী একটি দ্রুতগতির প্রিন্স পরিবহন যাত্রীবাস বাস সড়ক ও জনপথ বিভাগের রোলারের উপর উঠে যায়। এ ঘটনায় বাসের ৫ যাত্রী আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে।
বাসে থাকা এক যাত্রী জানান, হঠাৎ করে একটি বিকট শব্দে আমারা সবাই সিট থেকে পড়ে যাই। আল্লাহ রহমতে সুস্থ আছি। চালকের উদাসিনতার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ।
বিস্তারিত আসছে…….
অনলাইন ডেস্ক:
কুমিল্লা সিটি কর্পোরেশনের রাজাপাড়া এলাকায় সদর দক্ষিণ মডেল থানার পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মোঃ তোফায়েল (২৩) হোসেন নিহত হয়েছে। সে দক্ষিণ চর্থার এলাকার নোমান সবুজের ছেলে। এ ঘটনায় চার জন পুলিশ আহত হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৩ টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী মোড়ে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ মাদক বিরোধী অভিযান পরিচালন করার সময় পুলিশের উপর অতর্কিত হামলা চালায় মাদক ব্যবসায়ীদের একটি চক্র। এসময় আত্মরক্ষার্থে পুলিশ ও গুলি বিনিময় করে। এঘটনায় ৬ টি অধিক মামলার আসামী ও ভ্রাম্যমা আদালতের ১ বছর ৬ মাস সাজাপ্রাপ্ত আসামী তোফায়েল গুলিবিদ্ধ অবস্থায় নিহত হয়। তার থেকে একটি এলজি,একটি সুইস গিয়ার ছুরি, ৪শপিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ পিপিএম।
দাউদকান্দিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দিদার হোসেনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ দিদার হোসেন (৩২) দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর দক্ষিণ গ্রামের নূরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার উপজেলার মোহাম্মদপুর দক্ষিন গ্রাম থেকে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এস.আই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।।
সে এলাকায় মাদক সম্রাট হিসাবে পরিচিত। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আসামীকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply