( জাগো কুমিল্লা.কম)
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট নিরসনে টানা কয়েক দিনের মথ্যে কয়েকটি পয়েন্টে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করছে কুমিল্লা জেলা প্রশাসন। চান্দিনায় শনিবার সকাল থেকে দুপুর দুইটায় এর রিপোর্ট লেখা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহীর নেতৃত্বে টানা অভিযান পরিচালনা করা হচ্ছে।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে যানযট মুক্ত ও জনসাধারণের চলাচল নির্বিঘ্নে করতে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। আজ দুপুরে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজল এলাহী এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ টিম নিয়ে ঢাকা চট্রগ্রাম গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় মহাসড়কে অবৈধ ভাবে গাড়ী পার্কিং, অতিরিক্ত বোঝায়সহ নানা অনিয়মের অপরাধে একাধিক যানবাহনে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী জানান, কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর স্যারের নির্দেশে কুমিল্লা-ঢাকা মাহসড়ককে যানজটমুক্ত করার জন্য প্রতিদিনের মতো আজও মোবাইল কোর্ট চলছে। আসন্ন ঈদকে সামনে রেখে প্রতিদিন গরু বোঝাই ট্রাক যত্রতত্র পার্কিং করছে যার কারণে জনদুর্ভোগ বেড়ে চলেছে। মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply