(জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে যাচাইবাছাইয়ে বাদ পড়ে যাওয়া বিএনপির মনোনয়ন পাওয়া কে এম মজিবুল হক আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে শুনানিতে মজিবুলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
গত রবিবার যাচাইবাছাইয়ে বাদ পড়ে যাওয়া প্রার্থীদের মধ্যে যারা আপিল করেছেন তাদের আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে বৃহস্পতিবার সকালে, চলবে শনিবার পর্যন্ত।
রবিবার যাচাই বাছাই কালে মজিবুল হকের দাখিল করা মনোনয়নপত্রে আয়কর সদন দাখিল না করায় সেটি বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা আবুল ফজল মীর।
এরপর প্রার্থিতা ফিরে পেতে গত ৩ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করেন মজিবুল। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দ-িত বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই।
এই আসনে বিএনপির আরও একজন বৈধ প্রার্থী রয়েছে। তিনি হলেন দলের স্থানীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন।
Leave a Reply