অনলাইন ডেস্ক:
ক্রমেই ভয়াবহ হতে থাকা করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে কুমিল্লায় বুধবার সকাল ৮ টা পর্যন্ত ওষুধ ছাড়া মাছের আড়ৎ, কাঁচা বাজারসহ সব দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কুমিল্লা দোকান মালিক সমিতির পক্ষ থেকে নববর্ষে জনসামগম এড়াতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক ও সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন বিষয়টি নিশ্চিত করেছেন ।
সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন জাগো কুমিল্লাকে বলেন, প্রথমে আমরা রাজগঞ্জ মাছের বাজার ও মেলা বন্ধ করার ঘোষনা দিয়েছি পরবর্তীতে অন্যান্য বাজারে জনসামাগম বেড়ে যাবে । এতে করে প্রচুর জনসমাগম হওয়া সম্ভাবনা রয়েছে। তাই জনস্বার্থে একদিনের জন্য ওষুধ দোকান ছাড়া সব ধরণের দোকান, কাঁচা বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে সকলকে সহযোগিতা করার জন্য কুমিল্লা দোকান মালিক সমিতির পক্ষ থেকে আহবান করা হয়েছে।
Leave a Reply