অনলাইন ডেস্ক:
একের পর এক অপ্রতিকর ঘটনা ঘটে যাচ্ছে কুমিল্লার কালিরবাজারে । দিনে দিনে ভয়ঙ্কর রূপ ধারন করছে এই ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি ! এবার পারভেজ হোসেন (২৭) নামের এক যুবককে পিটিয়ে ও রগ কেটে হ’ত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হ’ত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এদিকে পুলিশ বলছে, ছি’নতাইয়ের অভিযোগে গণপিটু’নিতে ওই যুবকের মৃ’ত্যু হয়েছে।ওই যুবক সৈয়দপুর গ্রামের আবদুল মবিনের ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, বুধবার বিকালে পারভেজ স্থানীয় সৈয়দপুর বাজারে অবস্থান করছিলেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ধনুয়াখলা গ্রামের যুবলীগ নেতা শাহীনের নেতৃত্বে ৩/৪টি মোটরসাইকেল এবং একটি মাইক্রোবাসে করে ১০/১৫ জনের একটি গ্রুপ সেখানে এসে অত’র্কিত তার ওপর হা’মলা চালায়। এ সময় তাকে মা’রধর করে মাইক্রোবাসে তুলে কমলাপুর বাজারের একটি স’ মিলে নিয়ে যায়। এখানে পারভেজকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে এবং কুপি’য়ে মারা’ত্মকভাবে জ’খম করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় কমলাপুর দিঘিরপাড় এলাকার একটি বাগানে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার পথে পারভেজ মারা যায়।
নিহত পারভেজের মামা সৈয়দপুর গ্রামের চাঁন মিয়া অভিযোগ করেন, ‘কালিবাজার ইউনিয়নের চেয়ারম্যান সেকান্দর আলীর নির্দেশেই যুবলীগ ক্যাডার শাহীন, সাদ্দাম ও কাউছারের নেতৃত্বে তাদের ক্যাডার বাহিনী নিয়ে আমার ভাগ্নেকে কু’পিয়ে ও পি’টিয়ে হ’ত্যা করেছে। হত্যার পর এখন তাকে ছিনতাইকারী বানিয়েছে। আজ এলাকায় কোনও ছিন’তাই হয়নি। যখন ঘটনা ঘটেছে তখন এলাকার লোকজন দেখেছে কারা নির্ম’মভাবে পারভেজকে পিটিয়েছে। তার দু’ পা ভেঙে দিয়ে পায়ের রগ কে’টে দেওয়া হয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মো.সেকান্দর আলী বলেন, ‘ঘটনা আমি পরে জানতে পেরেছি, তাকে হ’ত্যা করতে আমি নি’র্দেশ দেব কেন? তাকে তো পুলিশ খুঁজছিল। এলাকায় ছিনতাই করতে গিয়ে গণপি’টুনিতে সে মা’রা গেছে।’
রাতে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, ‘প্রাথমিকভবে আমরা জানতে পেরেছি এলাকায় একটি ছিতা’ইকালে স্থানীয় লোকজন ওই যুবককে আ’টক করে গণপিটুনি দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের বিরুদ্ধে চট্টগ্রাম, বুড়িচং, কোতোয়ালিসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরিসহ ৫/৬টি মামলা রয়েছে। ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
Leave a Reply