অনলাইন ডেস্ক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট চলাকালীন ভোটকক্ষে সীমিত সংখ্যক সাংবাদিক প্রবেশ করতে পারবেন। তবে, একসঙ্গে অনেকজন সাংবাদিক কক্ষে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকক্ষের ভেতরে বেশিক্ষণ অবস্থান করতে পারবে না বলে ব্রিফিংয়ে নির্দেশনা দেন সিইসি।নির্বাচন কমিশন ভবনে নির্দেশনামূলক ব্রিফিংয়ে শনিবার (১৫ ডিসেম্বর) এসব তথ্য জানানো হয়েছে।
এ সময় সিইসি আরও জানান ভোটকক্ষে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। তবে, সাংবাদিকরা শুধুমাত্র ছবি তোলার জন্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবে।
এছাড়া সংবাদমাধ্যমগুলো ভোটকেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করতে পারবে। তবে ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না বলেও জানান তিনি
Leave a Reply