অনলাইন ডেস্ক:
কুমিল্লার বিবির বাজার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে প্রশান্ত কুমার দাশ নামে কুমিল্লার নগরীর ভিডিওগ্রাফার নিহত হয়েছেন। শুক্রবার সাড়ে ১২ টায় সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) । যা হবুহু তোলে ধরা হলো :
গত ২৭ জুন ২০১৯ তারিখ আনুমানিক ১৭.০০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের বিবির বাজার বিওপির একটি বিশেষ টহলদল “টিক্কারচর ব্রীজ” নামক স্থান হতে ২১৮৫ টি ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী শ্রী প্রশান্ত কুমার দাস (২৯), পিতা-বাদল চন্দ্র দাস, গ্রাম+পোষ্ট-মোগলটুলি, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে অদ্য ২৮ জুন ২০১৯ তারিখ রাতে কোতয়ালী উপজেলাধীন সংরাইশ এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান আসার তথ্য পাওয়া যায়।
উক্ত তথ্যের ভিত্তিতে তাকে সংগে নিয়ে বিবির বাজার বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০৮২ হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে “সংরাইশ বেরীবাঁধ” নামক স্থানে মাদক বিরোধী অভিযানে গমন করলে আনুমানিক রাত ০৩:০৫ ঘটিকায় পূর্বে থেকে ওৎ পেতে থাকা তার সহযোগী মাদক চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। চোরাকারবারীদের আকষ্মিক গুলি বর্ষনের ফলে বিজিবির টহলদল কৌশলগত অবস্থান নেয় এবং সরকারী সম্পদ ও জানমাল রক্ষার্থে ফাঁকা গুলি ছোড়ে। বিজিবির গুলি বর্ষণের প্রেক্ষিতে মাদক চোরাকারবারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
এ সময় মাদক চোরকারবারীদের ছোড়া গুলিতে আটককৃত মাদক ব্যবসায়ী শ্রী প্রশান্ত কুমার গুরুতর আহত হয়। উক্ত স্থান তল্লাশী করে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় আহত মাদক চোরাকারবারীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। স্থানীয় তথ্য মোতাবেক জানা যায় যে, নিহত মাদক ব্যাবসায়ী শ্রী প্রশান্ত কুমার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত।
আব্দুল্লাহ আল ফারুকী, অতিরিক্ত পরিচালক, অধিনায়কের পক্ষে
Leave a Reply