আবু সুফিয়ান রাসেল:
ভিক্টোরিয়া সরকারি কলেজ বাংলা বিভাগের আয়োজনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। আজ শনিবার কলা ভবনের বাংলা বিভাগের শ্রেণি কক্ষে এ আয়োজন করা হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও ৮ মার্চ নারী দিবস, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভাগ কতৃক নানা প্রতিযোগীতার আয়োজন করা হয়। কবিতা আবৃত্তি, রচনা, কুইজসহ বিভিন্ন বিষয়ে মাস ব্যাপি প্রতিযোগীতার আয়োজন করে বাংলা বিভাগ।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা, উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফাতেমা সুলতানা, মো. নূরে আলম সিদ্দিকী, মো. হোসেন কবীর, মোহাম্মদ শাহজাহান, নিগার সুলতান, মো. ইদ্রিস মিয়া, খাজা মো. ওয়াহিদুর রহমান, মো. আবুল কালাম আজাদ, নিশাদ পারভীন, সেমিনার সহকারি আরিফ বিল্লাহসহ বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পার্যায়ের সকল বর্ষের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা বলেন, বাংলা বিভাগের ব্যতিক্রমি ও পরিকল্পিত সুন্দর আয়োজনে অত্যান্ত খুশি হয়েছি। বাংলা বিভাগ সব সময় সেরা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরিতে আজকের শিক্ষার্থীরা ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উদেশ্যে বিভাগীয় প্রধান প্রফেসর ফাতেমা সুলতানা বলেন, যদি তোমাদের আগ্রহ পাই, তাহলে এ ধরনের সৃজনশীল কাজ আমরা নিয়মিত করবো। যারা আজ বিজয়ী হয়েছে, যারা প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেছে এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যারা সফল করেছে সবাইকে অন্তরিক ধন্যবাদ।
Leave a Reply