অনলাইন ডেস্ক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ভিক্টোরিয়ান্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ। দুপুর ১২ টায় লালমাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা শুরু হবে । ফাইনালে প্রতিদ্বন্দীতা করছে বরুড়া ও মনোহরগঞ্জ উপজেলা দল। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামালসহ আমন্ত্রিত অতিথিগণ এসময় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
খেলায় আশরাফুল, সাব্বির, আবু হায়দার রনি খেলার কথা রয়েছে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এদিন প্রথম সেমিফাইনালে কুমিল্লা সিটি কর্পোরেশনকে হারিয়ে ৭ উইকেটে জয়ী হয়েছে বরুড়া এবং দ্বিতীয় সেমিফাইনালে মেঘনাকে হারিয়ে ৪ উইকেটে জয়ী হয়েছে মনোরহরগঞ্জ।
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারী থেকে শেখ রাসেল স্টেডিয়ামে টুর্নামেন্টটি শুরু হয়। এর আগে ২৫ জানুয়ারী লালমাই উপজেলা মাঠে অনুষ্ঠিত আনন্দ মেলায় টুর্নামেন্টের ট্রপি উন্মোচন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি। টুর্নামেন্টের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন লালমাই টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমীর কোচ আতিকুর রহমান।
ভিক্টোরিয়ান্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর সেমিফাইনালের ফলাফল: প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করেন কুমিল্লা সিটি কর্পোরেশন দল। ৮ উইকেট হারিয়ে ১৫ ওভার খেলে কুমিল্লা সিটি দল ১৩৯ রান করেন। বরুড়া উপজেলা দল ১২ ওভার ৪ বল খেলে ৩ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেন। এ দলের খেলোয়াড়দের স্কোর উদয় ৭১ (৪২), মোহন ৩২ (১২), আরাফাত ১৭/১ ও মানিক ২১/১। সেরা খেলোয়াড় হয়েছেন বরুড়া উপজেলা দলের উদয়।
দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করেন মেঘনা উপজেলা দল। এ দলের খেলোয়াড়রা ১৯ ওভার ৫ বল খেলে ১০ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেন। এরপর মনোহরগঞ্জ উপজেলা দলের খেলোয়াড়রা ১৪ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করেন। এ দলের খেলোয়াড়দের স্কোর সফিক ৩৫ (১৬), রানা ৩০ (১৯), সাজ্জাত ৪১/৩ ও শিমুল ৪২/২। ম্যাচটির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মনোহরগঞ্জ দলের সফিক।
২টি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন আলামিন, মুকুল, কাজী শামীম ও সোহেল।
Leave a Reply