আবদুল্লাহ আল মারুফ:
সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন ভিক্টোরিয়া কলেজ ইউনিটের সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।
সক্রিয় রক্তদান সংগঠন বাঁধনের বার্ষিক সভা, দায়িত্ব হস্তান্তর ও নবীন বরণ অনুষ্ঠিত। পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
কুমিল্লা জেলা সিভিল সার্জন, ডা. মোঃ মুজিবুর রহমান অনুষ্ঠানে উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ, প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়া৷
বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোশারফ হোসেন ভুঁইয়া,প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী, সম্পাদক, শিক্ষক পরিষদ, বাঁধন উপদেষ্টা জুবাঈদা নূর খান,শম্পা ইয়াসমিন, আহাম্মদ কাদের জামান, মিজানুর রহমান, এই সময় আরও উপস্থিত ছিলেন বাঁধন কেন্দ্রীয় উপদেষ্টা প্রতিনিধি মোঃ শিশির ও আজাদ হোসেন সোহেল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঁধনভিক্টোরিয়া কলেজ ইউনিট সভাপতি, মোঃ আলী আকবর টিপু।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়া বলেন, বাঁধন ভিক্টোরিয়া কলেজ ইউনিট খুবই সক্রিয় ভূমিকা পালন করছে। যার ফলে ভিক্টোরিয়া পরিবার তথা কুমিল্লাবাসী জরুরি প্রয়োজনে রক্তের জন্য চিন্তা করতে হয় না। বাঁধন ভিক্টোরিয়া কলেজের গর্ব।
উদ্বোধনী পর্বে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বলেন, গত বছর কুমিল্লার লক্ষাধিক সেচ্ছায় রক্তদাতাদের তালিকা সংগ্রহ করে ডিরেক্টরি অ্যাপ তৈরি করেছি,যার কারনে কুমিল্লাবাসী প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক অর্জন করেছিল এর পেছনে বাঁধন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইউনিটের ভূমিকা ছিল অনস্বীকার্য।
অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply