রবিউল হোসেন।।
পূবালী ব্যাংক লিমিটেড’র কুমিল্লা জেলা পরিষদ শাখা স্থানান্তরিত হয়ে খালেকুজ্জামান কমপ্লেক্্ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন ‘ভাল সেবার মাধ্যমেই পূবালী ব্যাংক বর্তমানে জনবান্ধব প্রতিষ্ঠানে রপান্তরিত হয়েছে। ৬১ বছরের কর্মদক্ষতায় পূবালী ব্যাংক সংগঠিত করেছে এক ঝাক মোধাবী ও দক্ষ অফিসার। কুমিল্লার অসংখ্য ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন যোগান দিয়ে মানুষের আস্থা অর্জন করেছে অত্র প্রতিষ্ঠান। সাফল্যের ধারাবাহিকতা রক্ষার ফলেই বর্তমানে পূবালী ব্যাংকের এত জনপ্রিয়তা। আমরা চাই অত্র প্রতিষ্ঠান ভবিষ্যতেও তার ধারাবাহিকতা বজায় রাখবে। ’
রবিবার(৯ ফেব্রুয়ারি) পূবালী ব্যাংক লিমিটেড’র কুমিল্লা জেলা পরিষদ শাখা স্থানান্তরিত হয়ে ফৌজদারি রোডের খালেকুজ্জামান কমপ্লেক্্ে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে এসব কথা তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারি মহা-ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক একেএম মাসুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড’র উপ মহা-ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ. আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সহকারি মহা-ব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম, সহকারি মহা-ব্যবস্থাপক রেহেনা আক্তার, জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, ভবন মালিক কাজী খালেকুজ্জামান। এসময় আরো বক্তব্য রাখেন সিকদার কনস্টাকশনের সত্বাধিকারি মো. কবিরুল ইসলাম সিকদার, ইজি এন্টারপ্রাইজের সত্বাধিকারি মো. জাহাঙ্গীর আলম, ফেয়ার ফ্যাশনের সত্বাধিকারি জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করে অত্র শাখার কর্মকর্তা ফকরুজ্জামান খন্দকার।
Leave a Reply