অনলাইন ডেস্ক:
নানা কারণে সামাজিক যোগযোগ মাধ্যমে আলোচিত হয়ে থাকে তারকারা । তবে কারো ঘটনা সত্যি কারো ঘটনা বিভ্রান্তি সৃষ্টি করে। সামিজিক যোগযোগ মাধ্যমে একটি অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ইতেমধ্যে ভাইরাল । অনেকে দাবি করছেন এটা মেহজাবিন । যদিও ভিডিও মেহজাবিনের কোন চেহারা কিংবা কিছুই দেখা যায় না ।
খবরটি সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ভক্তদের সতর্ক করে ফেসবুকে পোস্ট করেন মেহজাবিন । জাগো কুমিল্লা পাঠকদের তা সরাসরি তুলে ধরা হলো –
A video has been circulating today on Facebook and unfortunately some people are confusing it to be me. I request my fans, followers and supporters to not believe any fake news or video . I have already talked to the Dhaka Metropolitan Police Cyber Crime Department, they will take actions against those who are spreading or helping to spread fake news/video.
Thanking You,
Mehazabien
আজকে সামাজিক মাধ্যম ফেসবুকে একটা ভিডিও ছড়িয়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোকজন বিভ্রান্তির সৃষ্টি করছেন।
আমার সকল ফ্যান-ফলোয়ার এবং সমর্থকদের কাছে আমার অনুরোধ মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না।
আমি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বা ছড়াতে সাহায্য করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।
ধন্যবাদ,
মেহজাবীন চৌধুরী
Leave a Reply