নিজস্ব প্রতিবেদক
কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লা (সিএফসি) সভাপতি ও জনপ্রিয় কিবোর্ডিস্ট আনোয়ার হোসেন (৫০) মারা গেছেন।
রোববার সকাল সাড়ে ১০ টায় (২১ জানুয়ারি ) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লা( সিএফসি) সাধারণ সম্পাদক পুলক সিনহা।
তিনি জানান, গত ১৮ জানুয়ারি ব্রেইন স্টোক করে আনোয়ার ভাই। মুন হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কিবোর্ডিস্ট আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবারসহ কুমিল্লার সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শোক জানিয়ে জনপ্রিয় কণ্ঠশিল্প আসিফ আকবর ফেসবুকে পোস্ট করে জানান,
আনোয়ার হোসাইন। সিনিয়র কী-বোর্ডিষ্ট। কুমিল্লার বিটলস্ ব্যান্ডের মেম্বার। একসাথে বেড়ে উঠেছি। সে আমার এক ব্যাচ জুনিয়র ছিল। কুমিল্লার সংস্কৃতি অঙ্গনের অপরিহার্য মুখ।
আনোয়ার বারডেম হাসপাতালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ আনোয়ারের পরিবারকে এই শোক বইবার শক্তি দিন। আমীন।
খুব বিনয়ী ছেলে ছিল। আনোয়ার মৃত্যূতে আমি শোকাহত। আমরা শোকাহত। অনেক শোকাহত!!!
Leave a Reply