অনলাইন ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক নারী একসঙ্গে যমজ চার শিশুর জন্ম দিয়েছেন।৩০ মে, বুধবার উপজেলার গ্রামীণ জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।ওই নারীর নাম পিয়ারা বেগম (৩৫)। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী।
হাসপাতালের মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সামীত্বাহা কবীর জানান, ভোরে পিয়ারা বেগমকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরে স্বাভাবিকভাবে বাচ্চাগুলোর জন্ম হয়। তাদের মধ্যে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। স্বাভাবিক ওজনের চেয়ে প্রায় এক কেজি কম হওয়ায় ছেলেটিকে উন্নত চিকিৎসা দিতে হবে।ওই চার নবজাতকের বাবা মাছ ব্যবসায়ী মো. হোসেন মিয়া জানান, ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার মতো আর্থিক সামর্থ্য তার নেই।ওই দম্পতির আগে তিন মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে।
Leave a Reply