অনলাইন ডেস্ক:
কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, রাতে ব্যালটে সিল, ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া এবং ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা পরিবেশ তৈরিসহ একাধিক বিচ্ছিন্ন ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) তিতাস উপজেলা নির্বাচন স্থগিত করে। রবিবার বিকেলে ভোট গ্রহণ শেষের আধা ঘন্টা পূর্বে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবী।
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ দফা নির্বাচনে রবিবার কুমিল্লার ৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের শুরুতেই আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, রাতে ব্যালটে সিলসহ অভিযোগে উপজেলার দাসিকান্দি, পোড়াকান্দি, বন্ধরামপুর ও জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে। এছাড়াও উপজেলার বিভিন্ন কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্নভাবে হামলা-সংঘর্ষে ঘটনা ঘটে।
কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, রাতে ব্যালটে সিল, ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া এবং ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা পরিবেশ তৈরির ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) তিতাস উপজেলা নির্বাচন স্থগিত করে। মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত করা হলেও নির্বাচন কমিশন আমাদেরকে কোন লিখিত দেয়নি।
Leave a Reply