অনলাইন ডেস্ক:
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সরাসরি কুমিল্লার আসার কথা ছিল। তবে তিনি সরাসরি না আসলেও তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে সরাসরি কুমিল্লার বাসীর চাওয়া-পাওয়া শুনবে।
রাজনৈতিক কার্যালয় ‘‘সুধাসদন” থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা টাউন হল ময়দান সরাসরি যুক্ত হবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স কেন্দ্রে করে ব্যাপক প্রস্ততি গ্রহন করেছে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ।
জানা যায়, উক্ত ভিডিও কনফারেন্সে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও কুমিল্লার ১১টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত থাকবেন। তাদের জন্য নৌকা মার্কায় ভোট চাইবেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের বিষয়টি দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ নিশ্চিত করেছেন।
কুমিল্লা সদর আসনের আ.লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লাবাসীকে উক্ত জনসভা সফল করার জন্য আহবান জানিয়েছেন।
Leave a Reply