রবিউল হোসেন।।
বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন জনপ্রিয় শিক্ষক হাজী মো.জহিরুল হকের জানাজা আজ বুধবার(১লা মে) স্কুল প্রাঙ্গনে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় অংশগ্রহন করেন- সোনার বাংলা কলেজের অধ্যক্ষ ও কেন্দ্্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ সম্পাদক আবু সালেক মো.সেলিম রেজা সৌরভ, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের মাকের্টিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো.সোলায়মান, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো.দেলোয়ার হোসেন, নিমসার জুনাব আলী কলেজের উপাধ্যক্ষ মো.আলমগীর হোসেন, ফজলুল হক মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মো.আবু তাহের, বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এড.রেজাউল করিম, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো জহিরুল ইসলাম, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.কামাল হোসেনসহ সহ¯্রাদিক মানুষ।
উল্লেখ্য বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো.জহিরুল হক গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্য জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক স্ত্রী,্ দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুনাগ্রহী রেখে যান। রাজাপুর ইউনিয়নের পাইকোঠাস্ত তার নিজ বাড়িতে বুধবার দ্বিতীয় জানাজা শেষে মরহুম লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply