বুড়িচং প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং থানা ও দেবপুর ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জন মাদক সেবীকে আটক করে।রোববার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২জনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৮জনকে জন প্রতি ৫হাজার টাকা করে মোট ৪০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ^াস জানায় রোববার বুড়িচং থানার এ এস আই মহি উদ্দিন,এস আই ইয়াছিন, উপজেলার বাকশীমূল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা পাহাড়পুর বেল বাড়ি এবং রাজাপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাচোঁরা সিন্দুরী ব্রিজ থেকে মাদক সেবন রত অবস্থায় এবং দেবপুর ফাড়িঁর এ এস আই দেলোয়ার হোসেন ও এ এস আই আনিসুর রহমান আনিস গোপন সংবাদের ভিক্তিতে গক্ষুর গ্রামে অভিযান চালিয়ে মোট ১০ জন মাদক সেবীকে আটক করে। আটক কৃতদেরকে রোববার বিকালে বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের গক্ষুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে রিপন হোসেন ও সেলিম মিয়ার ছেলে জুয়েল এ ২জনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৮জনকে ৪০হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
অন্য মাদক সেবীরা হল কোতয়ালী থানার চরর্থা দিরা পুকুর পাড়ের মো: শাহ আলমের ছেলে সুজন,বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের আবদুস খালেদ এর ছেলে জামান হোসেন,শোভারামপুর গ্রামের সফিকুল ইসলাম ছেলে হাসিবুর রহমান,সোন্দ্রম গ্রামের হিমাংসু দেবের ছেলে সঞ্চয় দেব মিঠুন, দেবিদ্ধার উপজেলার আলম পুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আবির হোসেন লালন,চান্দিনা উপজেলার কাজী গড়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আবু হাসনাত,দাউদকান্দির ইছাপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাকিল আহাম্মেদ, আদর্শ সদর উপজেলার বিষ্ণু পুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রেজুয়ান আমিন রিয়াজ।
Leave a Reply