1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
সিসিএন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে রিসোর্স পার্সন পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া ফের ভর্তি পরীক্ষা চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লা মেডিকেলে পদযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার কুমিল্লায় আন্তর্জাতিক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালন স্ত্রীসহ সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত ১২ রানে শেষের ৭ উইকেট হারিয়ে লজ্জাজনক হার বাংলাদেশের কুমিল্লায় সাংবাদিকসহ ২০ বাড়িতে মাদক কারবারিদের হামলা-গুলি ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন সভাপতি সুমন, সম্পাদক মারুফ কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা বিল্লাল গ্রেফতার

বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি -হাজী জসিম

  • প্রকাশ কালঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৬৪

কুমিল্লা প্রতিনিধি।।

বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি। করোনার সময় বাবা ছেলেকে, ছেলে বাবাকে ভুলে গিয়েছিল। কিন্তু এই ব্রাহ্মণপাড়া-বুড়িচংয়ের মানুষকে নিয়ে আমি করোনা আক্রান্ত মানুষের ঘরবাড়ি ও করোনায় আক্রান্তদের লাশ দাফন করেছি। তখন বুঝেছি বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ কতটা ভালোবাসে আমাকে। ২০২৪ সালের বন্যা বুড়িচং ব্রাহ্মণপাড়াকে ভাসিয়ে দিয়ে গেছে। ঘরে ঘরে কান্না দেখেছি। তখন বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ দেখেছে তাদের কান্না কে মুছে দিয়েছিল। জনতার জন্য রাজনীতি করি জনতা বুঝে গেছে। শুক্রবার (১ নভেম্বর) ব্রাক্ষণপাড়ার বাগড়া গ্রামে হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব হাজী জসিম উদ্দিন। 

এ সময় তিনি বলেন, জনতার জন্য রাজনীতি করি। বুড়িচং ব্রাহ্মণপাড়া মানুষ জানে তাদের সাথে বিগত সময়ে কে ছিল। আমি এই ব্রাহ্মণপাড়ার মানুষকে মামলার হয়রানি করতে দেয়নি। নিজে ঘরের বাইরে ঘুমিয়েছি। আমার সহচররা ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজ নিয়েছে। অথচ এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আজ রাজনীতির কথা বলবো না শুধু একটা কথা বলতে চাই বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষকে উল্টাপাল্টা বুঝানো যাবে না। মানুষ জানে হাজী জসিম উদ্দিন কে। হাজী জসিম উদ্দিন একদিন হাজী জসিম উদ্দিন হয়নি। হাজী জসিমকে বানিয়েছে বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ। এখন হাজী জসিম সারাদেশে বাগড়ার জসিম হিসেবে এই পরিচিত।

অনুষ্ঠানের প্রারম্ভে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও ফিতা কেটে ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোসা. পাপিয়া আক্তার বলেন, আমাদের এই ফাউন্ডেশন করার স্বপ্ন দীর্ঘদিনের ছিল। যে কারণে আমরা ফাউন্ডেশন শুরুর আগে থেকেই করোনা ও বন্যায় বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের পাশের ছায়ার মত ছিলাম। শেষ পর্যন্ত বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের তীব্র আকাঙ্খার প্রতিক হিসেবে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা গরিব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গরিব অসহায় পরিবারের মেয়েদের বিয়ে-শাদীতে সহযোগিতা, বেকারদের কর্মসংস্থান, গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোসহ সমাজ সেবামূলক সকল কার্যক্রম বিনামূল্যে পরিচালনা করবো। এসব কাজে আমাদের সহযোগী হিসেবে থাকবেন বুড়িচং ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন এলাকার সমাজসেবী ধনাঢ্য ব্যক্তিরা। তবে মূল ভূমিকায় থাকবেন আমাদের প্রিয় নেতা বুড়িচং ব্রাহ্মণপাড়ার আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন। 

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জামাল খন্দকার, ডা. নজরুল ইসলাম শাহীন, এডভোকেট শরিফুল ইসলাম, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক মহসিন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেনসহ বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিভিন্ন এলাকার বিসিএস ক্যাডার, চিকিৎসক, আইনজীবী, সরকারি বিভিন্ন পর্যায়ের চাকরিজীবী ও বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews