অনলাইন ডেস্ক:
২৬.২৯ মিটার বা ৮৬ ফুট দৈর্ঘ্যের মোটর সাইকেল বানিয়ে গিনেস বুকে রেকর্ড করেছে ভারতের গুজ’রাটের ভরত সিং। একটি ১২৫সিসি বাজাজ ডিসকভার সাধারণ বাইককে অসা’ধারণত্ব প্রদান করেছেন তিনি। বর্তমানে দু’চাকার ওই যান’টির দৈর্ঘ্য ২৬.২৯ মিটার বা ৮৬ ফুট।
বাইকের দীর্ঘায়িত করার যাত্রাপথটা অবশ্য খুব সহজ ছিল না তার জন্য। পিছনের আসল চাকাটি খুলে সেখানে ‘চেন ড্রাইভ’ মেকানিজম পদ্ধতির মাধ্যমে তিনি গড়ে তুলেছেন বিশ্বের সবথেকে বড় বাইক।
যদিও ভরত সিং ঘোষণা দিয়েছে এই বাইকটিকেই দৈর্ঘ্যে আরও ১৪ ফুট বাড়িয়ে ১০০ ফুট লম্বা বাইক বানাতে চান তিনি। তবে বিশ্বের এই সবচেয়ে দীর্ঘ মোটরসাইকেলটি রাস্তায় চালানো সম্ভব হবে কিনা তা বলা মুশকিল।
Leave a Reply