অনলাইন ডেস্ক:
নিজেদের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টিম কম্বিনেশন নিয়ে আশাবাদী ভিক্টোরিয়ান্স টিম ম্যানেজম্যান্ট। লক্ষ্যটা জয় দিয়ে আসর শুরু করা। এমনটাই জানিয়েছেন ব্যাটসম্যান ইমরুল কায়েস। অস্ট্রেলিয়ান হার্ড হিটার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে ভাল শুরুর অপেক্ষায় সিলেটও। মিরপুর শেরই বাংলা স্টেডিয়ামে দু’দলের ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। ইতিমধ্যে মাঠে পৌঁছে গেছে ভিক্টোরিয়ান্স টিম। শক্তিশালী টিম নিয়ে বিশ্বজুড়ে চমক দেখাতে প্রস্ততি কুমিল্লা ।
প্রথম আসরেই বাজিমাত। ২০১৫ সালে মাশরাফীর অধিনায়কত্বে শিরোপা উৎসব করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর কেটেছে আরো দুই আসর। কিন্তু শিরোপাটা ছোঁয়া হয়নি ফ্র্যাঞ্চাইজিটির।
বরাবরই ভালমানের দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাই আলাদা করেই ভাবতে হবে কুমিল্লাকে। আছেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। যাকে নিয়ে বাড়তি আগ্রহ সবার। বিদেশী রিক্রুট হিসেবে আছে আরো বড় নাম। বুম বুম আফ্রিদি, খেপাটে এভিন লুইস, মারকুটে থিসারা পেরেরা কিংবা নীরবেই ম্যাচ জয়ের ভূমিকা রাখা শোয়েব মালিক ও লিয়াম ডসনের মতো ক্রিকেটাররা।
তবে ভিক্টোরিয়ান্স কোচ অবশ্য বেশি গুরুত্ব দিচ্ছেন দেশি ক্রিকেটারদের উপর। অভিজ্ঞ তামিমের সাথে ওপেনিংয়ে ইমরুল কায়েস। ছাড়াও পরীক্ষিত এনামুল বিজয়, সাইফুদ্দিন, রনি, জিয়ারা। তাই দলটির পরিস্কার লক্ষ্য জয়ের দিকেই।
অন্যদিকে, জাতীয় দলের এক ঝাঁক তরুণ ক্রিকেটারের স্বন্ময়ে সিলেট সিক্সার্স। দেশীয় লিটন দাস, নাসির, সাব্বির, তাসকিন, আফিফ, এবাদত, তৌহিদ হৃদয়। তাছাড়া, ডেভিড ওয়ার্নারের পাশাপাশি বিদেশী রিক্রুইট সোহেল তানভীর, মোহাম্মদ ইরফান, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পোরানরা জ্বলে উঠলে কঠিন প্রতিদ্বন্দ্বিতার দেখা মিলবে মাঠে।
আসরে দু’দলই প্রথম ম্যাচ খেলবে। কে যাবে এগিয়ে অপেক্ষায় থাকতেই হচ্ছে।
Leave a Reply