অনলাইন ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠলো বৃহস্পতিবার (১৪ জুন)। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হলো ৩২ দিনের ফুটবলের এই লড়াই।
ইতোমধ্যে উদ্বোধনী ম্যাচে এশিয়ার পরাশক্তি সৌদি আরবের মুখোমুখি হয়েছে স্বাগতিক রাশিয়া। বাংলাদেশ সময় রাত ৯টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় ম্যাচটি। উদ্বোধনী ম্যাচে ৮০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের যেদিকে চোখ যায় সেদিকেই দেখা যায় রাশিয়ার সর্মথকদের।
তবে মাঠে বেশির ভাগ সময়ই রাজত্ব করেছে রাশিয়া। তারই ধারাবাহিকতায় ১২ মিনিটে সৌদি আরবের জালে প্রথম হানা দেয় রাশিয়া। এরপর বেশকিছু সুযোগ পেয়েও কাজে লাগতে পারেনি সৌদি আরব। যার ফলে ম্যাচের ৪৩ মিনিটি আবারও সৌদি আরবের জালে বল জড়িয়ে ব্যবধান ২-০ করে রাশিয়া। এরপরেই প্রথমার্ধে বিরতিতে যায় এ দুই দল। এরপর বিরতি শেষে সৌদি আরবকে আরও তিন গোল দেয়া রাশিয়া।
অবশেষে রাশিয়া বিশ্ব কাপের প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারায় স্বাগতিকরা।
সৌদি আরব একাদশ: আব্দুল্লাহ আল-মায়ুফ, আলবুরাক, ইয়াসের আল-শাহরানি, ওসামা হাওজাভি, ওমর হাওজাভি, তাইসির আল-জসিম, সালমান আল-ফারাজ, আব্দুল্লাহ ওতায়েফ, সালেম আল-দাওসারি, ইয়াহইয়া আল-শেহরি ও মোহাম্মাদ আল-সাহলাভি।
রাশিয়া একাদশ: ইগোর আকিনফিভ, ফার্নান্দেজ, ইলিয়া কুতেপভ, সার্জেই ইগনাশেভিক, আলেকজান্ডার গলোভিন, রোমান জবনিন, আলেকজান্ডার সামেদভ, অ্যালান জাগোয়েভ, গাজিন্সকি, ইউরি ঝিরকভ ও ফেদর সমলভ।
Leave a Reply