অনলাইন ডেস্ক:
চলছে রাশিয়া বিশ্বকাপের ২১তম আসর। আর বিশ্বকাপকে ঘিরে চলছে উন্মাদনা। আবার এ উন্মাদনাকে কেন্দ্র করে ঘটছে নানান ধরনের ঘটনা। এমন কি মৃত্যুর মুখেও ঢলে পড়েছে অনেক ফুটবল প্রেমী। অন্যদিকে এই বিশ্বকাপে জাতিগত কিংবা অন্য যেকোনো বিদ্বেষপূর্ণ আচরণের ক্ষেত্রে কড়া শাস্তিও দিচ্ছে বিশ্বকাপ পরিচালনাকারী ফিফা।
আর তেমনি এক শাস্তির মুখোমুখি এবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এমনিতেই এই রাশিয়া বিশ্বকাপে লিওনেল মেসিদের বাজে পারফরম্যান্সে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কা উঁকি দিয়েছে, এখন আবার নতুন করে আরও একটি দুঃসংবাদ।
ক্রোয়েশিয়ার বিপক্ষের ম্যাচে আর্জেন্টিনা যখন একের পর এক গোল হজম করে যাচ্ছিল, তখন আর্জেন্টিনার সমর্থকেরা নাকি নিজেদের শান্ত রাখতে না পেরে অশোভনীয় আচরণ করে ক্রোয়েশিয়ার সমর্থকদের সঙ্গে। যার ফলে ১ লাখ ৫ হাজার ডলার জরিমানা গুণতে হচ্ছে এএফএকে।
গত সোমবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ফিফা জানিয়েছে, সমর্থকদের অশোভনীয় আচরণের জন্যই তাদের এই জরিমানা।
তবে এবার বিশ্বকাপে মেক্সিকান ফুটবল ফেডারেশনকে ১০ হাজার ডলার জরিমানা করেছিলো ফিফা। জার্মান-মেক্সিকো ম্যাচে মেক্সিকান দর্শকেরাও সে সময় জার্মানদের উদ্দেশে নানান অশোভন মন্তব্য ছুঁড়ে দিয়েছিল।
Leave a Reply