( জাগো কুমিল্লা.কম)
অর্থনীতিতে প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘প্রবাসীরা যেন বিনা খরচে দেশে টাকা পাঠাতে পারেন, সে ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে।’ বৃহস্পতিবার (২০সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৭’ অনুষ্ঠানে এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘এখন প্রবাসীদের ফি দিয়ে টাকা পাঠাতে হয়। ফি দিয়ে যেন পাঠাতে না হয়, তার একটি প্রস্তাব আমরা বিবেচনা করছি।’ তিনি বলেন, ‘যারা রেমিটেন্স পাঠান, তাদের একটা কষ্ট আছে। তাদের কীভাবে সে খরচ দেওয়া যায়, তা নিয়ে কাজ চলছে। আশা ছিল, স্কিমটি কিছুদিনের মধ্যে বাস্তবায়ন করতে পারবো। তবে আমি নিশ্চিত নই, এটি করে যেতে পারবো কিনা। তবে ভবিষ্যৎ সরকার তা এগিয়ে নেবে।’
যখন পাকিস্তান ছিল, তখনও রেমিটেন্স আসতো উল্লেখ করেন অর্থমন্ত্রী বলেন, ‘তখন রেমিটেন্স আনার জন্য কিছু ব্যবস্থা ছিল। বন্ড অ্যান্ড পারচেস ছিল। কিন্তু তখন আসা ওই রেমিটেন্সের প্রভাব অর্থনীতি ও মুদ্রানীতিতে তেমন ভালো ছিল না। এখনও অনেকেই বলেন, আগের ওই পদ্ধতির কথা। আমি এটার ঘোর বিরোধী। আমি শক্তভাবে এর আপত্তি জানাই। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের শুধু অভিনন্দন দেওয়াই ঠিক নয়। অভিনন্দন তাদের প্রাপ্য। তারচেয়ে বড় কথা তারা অর্থনীতির ভিত মজবুত করছে।’
অনুষ্ঠানে এই বছর পাঁচটি ক্যাটাগরিতে মোট ৩৭টি অ্যাওয়াড দেওয়া হয়। ২৯ জন ব্যক্তি, ৫ ব্যাংক ও প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন তিনটি এক্সচেঞ্জ হাউজকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদ ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মুনিরুছ সালেহিন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বাংলদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুর রহিম।
Leave a Reply