মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি চার বারের সফল ইউপি সদস্য লিলু মিয়ার ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে যে সমস্ত অসহায় খেটে খাওয়া রিকশাচালক, দিনমজুর, গরিব এমন ১৩০টি পরিবারের মাঝে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১ কেজি আটা ও ১টি হাত ধোয়ার সাবানসহ একটি প্যাকেট তুলে দেওয়া হয়।
রবিবার বেলা ২টায় লিলু মিয়া মেম্বারের নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে ১মিটার দূরে দূরে সাদা গোলাকার চিহ্ন ব্যবহার করে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিতরণ কালে লিলু মিয়া বলেন, আমি দীর্ঘ দিন ধরে বিএনপি করি এবং ভালোবাসি। আর সে ভালোবাসা থেকে ও আমার নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এর নির্দেশে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া ১৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ও মাছিমপুর আশার আলো সমবায় সমিতির চেয়ারম্যান হাসান মাহমুদ অপু, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রিপন হাসান, বিএনপির কর্মী বিল্লাল, খোকন, শাহজালালসহ অনেকেই।
Leave a Reply