অনলাইন ডেস্ক:
জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়ার পর পরই পাল্টে গেছে রাজনীতির চালচিত্র। নজরে পড়ার মতো ঘটনা হচ্ছে, মঙ্গলবার থেকে বাংলাদেশ টেলিভিশনের নিউজ ক্যামেরা বিএনপি অফিসে যেতে শুরু করেছে।
দলটির মনোনয়নপত্র বিতরণ ও নেতাকর্মীদের সরব উপস্থিতির খবর প্রচার করছে বিটিভি।
রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এর আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের একটি কর্মসূচীর খবর সম্প্রচার করেছিল। দলের এক নেতা জানান, বিটিভির নিউজ টিমকে গত মঙ্গলবার থেকে বিএনপি অফিসে কাজ করতে দেখছি। মনোনয়নপত্র বিতরণ ও সংবাদ সম্মেলনের খবর তারা প্রচার করেছে।
Leave a Reply