নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়ার নাগরিক সমস্যা সমাধানে এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান মো: মামুনুর রশিদ মামুন।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বারপাড়া গণবিদ্যাপিঠ কারিগরি কলেজ এলাকা পরিদর্শন করেন তিনি। পরবর্তীতে শান্তিনীড় ভবনে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা করেন। এসময় স্থানীয় ৩ নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান সাজুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যানের নিকট সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থাসহ নানা সমস্যা তুলে ধরেন।
জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মামুনুর রশিদ মামুম জানান, দ্রুত সময়ের মধ্যে নাগরিক সমস্যা সমাধান করা হবে। স্থানীয় বাসিন্দা যেসব অভিযোগ দিয়েছে তা গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
Leave a Reply