(এম.এইচ মনির, কুমিল্লা)
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, রাজনৈতিক ব্যবস্থার নিম্ম স্তর থেকে সাধারণ মানুষের অধিকার আদায়ে সৃষ্টি হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। বাঙ্গালী জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবৌজ্জল অধ্যায় ‘স্বাধীনতা’ এসেছিল বঙ্গবন্ধু আর আওয়ামী লীগের হাত ধরে। বাংলাদেশের সাধারন মানুষ এ যাবতকালে গৌরবময় যা কিছু পেয়েছে তা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার মাধ্যমেই পেয়েছেন।
রবিবার বিকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘গৌরব,ঐতিহ্য ও সংগ্রাম-সাফল্যের ৭০ বছর’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্য মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এ কথা বলেন।
আলোচনা সভায় হাজী বাহার এমপি আরো বলেন,৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতা টিকিয়ে রাখতে জিয়াউর রহমান বিএনপি গঠন করে। রাজনীতির উচু স্তর থেকে বিএনপির পর ্একই ভাবে জাতির পাটির সৃষ্টি হয়। বঙ্গবন্ধু শুন্য বাংলাদেশে ৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনাকে আনা হয়। শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে আসার পর আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে থাকে। বঙ্গবন্ধু যে আকাঙ্ক্ষা নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, সেই আকাঙ্ক্ষা পূরণে শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাংগীরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার,মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু চিত্ত রঞ্জন ভৌমিক,আইন সম্পাদক এড.আমজাদ হোসেন,সদস্য আতিকুর রহমান আব্বাসী,মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েল, মহানগর শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক আনিছুর রহমান ভূঁইয়া,সিটি কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস,ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের আহবায়ক কাজী সায়েম।
উল্লেখ্য,বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করে। সকালে দলীয় কার্য্যলয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্তস্তবক অপর্ণের মাধ্যেমে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি ঐচ্ছিক তহবিল থেকে ১৩৬ জন অসহায় মাঝে প্রায় ৫ লাখ টাকার অনুদান তুলে দেন। বিকালে টাউন হল মিলনায়তনে আয়োজন করে ‘গৌরব,ঐতিহ্য ও সংগ্রাম-সাফল্যের ৭০ বছর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply