জাগো কুমিল্লা:
কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কাপ্তান বাজার এলাকায় রাত ১১.৩০ টায় একজন বধীর (বোবা) মহিলা এর সন্ধান পাওয়া যায় যার ঠিকানা ও মোবাইল নম্বর জানাতে অপারগ।
যদি কেউ জানেন কোতয়ালী কুমিল্লা মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ করা হইল। প্রয়োজনে
01713373685
01714768977
আপনার একটি শেয়ারে পরিবারের খোঁজ পেতে পারে শিশুটি
অনলাইন ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় হারিয়ে যাওয়া এক শিশুকে উ’দ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার (১৭ নভেম্বর) বিকেলে শহরের ফারুকী পার্ক থেকে শিশুটিকে উ’দ্ধার করা হয়।শিশুটির আ’নুমানিক বয়স ৩ বছর। এখনও পর্যন্ত তার পরিচয় জানতে পারেনি পুলিশ। বর্তমানে সে পুলিশের হে’ফাজতে আছে। একটু পরপর কান্না করে মাকে খুঁজছে শিশুটি। নিজের নাম আদি এবং বাবার নাম সোহরাব ছাড়া সে আর কিছুই বলতে পারছে না।
পুলিশ জানিয়েছে, রোববার বিকেল ৪টার দিকে খা’লি গায়ে জেলা শহরের ফারুকী পার্কে চটপটির দোকানের সামনে দাঁড়িয়ে কান্না করছিল ওই শিশু। কান্না দেখে চটপটি দোকানি স্থানীয় এক নারীর কাছে শিশুটিকে নিয়ে যায়। সেই নারী আবার শহরের স্টেডিয়ামের আউটারে আরেক পিঠা বিক্রেতা বৃদ্ধার কাছে নিয়ে যান। এরপর খবর পেয়ে শিশুটিকে উ’দ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
তাকে নতুন জামা কিনে দিয়েছেন সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন। তবে এখনও পর্যন্ত শিশুটির বাবা-মায়ের স’ন্ধান পায়নি পুলিশ।ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, শিশুটিকে উ’দ্ধার করে আমাদের হেফা’জতে রাখা হয়েছে। আমরা সম্ভাব্য সব উপায়ে শিশুটির বাবা-মায়ের স’ন্ধান করছি।
কুমিল্লার খালের পাড়ে মিললো ৭০ মণ পঁচা পেঁযাজ
অনলাইন ডেস্ক;
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পূর্ব বাজার সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় সংলগ্ম খালে সেতুর নিচে প্রায় ৭০ বস্তা পচা পেঁয়াজ পাওয়া গেছে। সোমবার কে বা কাহারা এগুলো ফেলে যায় । ৪০ কেজীর প্রত্যোকটি বস্তায় মোট ৭০ মন পেঁয়াজ রয়েছে।
স্থানীয়রা জানান, এক শ্রেণির ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে সংরক্ষিত পেঁয়াজ নষ্ট করে সেতুর নিচে ফেলে দিয়েছে। যা অত্যন্ত দু:খ জনক। সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ,স,ম, আব্দুন নূর।
Leave a Reply