অনলাইন ডেস্ক:
স্বপ্ন ছিল প্রবাসে থেকে পিতা-মাতাকে সুখে রাখবেন। স্বপ্ন পূরণে পড়া-লেখা ছেড়ে অল্প বয়সে গিয়েছিলেন প্রবাসে। কিন্তু জীবন সংগ্রামের কাছে হার মেনে অকেজো দুটি কিডনি নিয়ে ফিরলেন নিজভূমে।
লাকসাম উপজেলার পূর্ব লাকসাম ইউপির (নরপাটি) দৌলতপাড়া গ্রামের কৃষক অহিদুর রহমানের বড় ছেলে তারেক হোসেন (২০) এর দুটি কিডনি অকেজো হয়ে লালিত স্বপ্ন মাটি চাপা পড়েছে। দীর্ঘদিন তারেক অকেজো দুটি কিডনি নিয়ে লড়াই করে এখন সমাজের মহৎ, দানবীরদের সাহায্যে বাঁচার আকুতি জানাচ্ছে। বর্তমানে সে ঢাকা কিডনি ফাউন্ডেশনের কিডনি ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সাকিব উজ্জামান আরেফীনের তথ্যাবধায়নে রয়েছে।
চিকিৎসকের পরামর্শে সপ্তাহে ১বার ডায়ালাইসিস করার প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে হতদরিদ্র ওই পরিবারটি বর্তমানে সেটিও করাতে পারছেনা। পরিবারের পক্ষে চিকিৎসার বিশাল ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন হৃদয়বান মানুষদের দিকে তাকিয়ে আছে তারেক। সবার কাছে তার ও পরিবারের আকুতি, হৃদয়বানদের বিন্দু বিন্দু সাহায্য থেকে গড়ে ওঠতে পারে স্বপ্নের মহাসাগর।
Leave a Reply