অনলাইন ডেস্ক:
দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চাক্তাইয়ের পাশের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি পোড়া মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। রোববার এ ঘটনা ঘটে।নিহতদের সাতজনই দুটি পরিবারের সদস্য বলে জানিয়েছে দমকল বাহিনী।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন জাগো নিউজকে জানান, রাত সাড়ে ৩টার দিকে চাক্তাই ভেড়ামার্কেট বস্তিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।স্থানীয়রা জানান, বস্তিতে শ্রমজীবী মানুষরা থাকতেন। ঘটনার সময় নিহতরা ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়েই তাদের মৃত্যু হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply