মোঃ শরীফ উদ্দিন.বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে অাচরণবিধি প্রতিপালন ও অাইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ অাবুল ফজল মীর, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা নবাগত পুলিশ সুপার ফারুক অাহমেদ (পিপিএম বার),কুমিল্লা ১০ বর্ডারগার্ড ব্যাটালিয়ন এর পিএসসি, অধিনায়ক মোঃ গোলাম ফজলে রাব্বি, কুমিল্লা অঞ্চলের অাঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার, কুমিল্লা এনএসআই এর যুগ্ম পরিচালক জি এম অালিম উদ্দিন, র্যাব ১১ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুল সাকিব, কুমিল্লা জেলা অানসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোঃ মোস্তাক আহমেদ , বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ অানিসুল ইসলাম, বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার, সহ অাইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বরুড়া পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ অাবুল ফজল মীর বলেন বরুড়া পৌরসভা সাধারণ নির্বাচন অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষে মেয়র প্রার্থী ও ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের অাচরনবিধি মেনে চলার অাহবান জানান।
Leave a Reply