মোঃ শরীফ উদ্দিনঃ
রক্ত দিন জীবন বাঁচান এই স্লোগানকে সামনে রেখে, কুমিল্লা বরুড়া উপজেলার ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সকাল ৮ টায়, বৃহত্তর ঝলম ব্লাড ব্যাংকের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, ফ্রি ব্লাড গ্রুপিং, ডায়বেটিস নির্নয় মেডিকেল ক্যাম্পিং, ও ফ্রি সুন্নাতে খাৎনা করা হয়।উক্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ বাছির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, তিনি বলেন এমন সামাজিক সংগঠন প্রতিটি ইউনিয়নেই গড়ে উঠাই হচ্ছে আমরা মানবিকতার পরিচয়ে আরেকটি দাপ এগিয়ে যাচ্ছি। বর্তমান সমাজটাকে উন্নয়নের চিত্র পাল্টাতে সেচ্ছাসেবীদের বিকল্প নেই। আর রক্ত দেওয়া নেওয়া নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করে যাচ্ছে, এই সকল সংগঠনের কাছে সমাজের সকল শ্রেনীপেশা মানুষ উপকৃত হবে।
সংগঠনের উপদযাপন কমিটির আহবায়ক মোঃ আজহার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথিদের হিসেবে উপস্থিত ছিলেন, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক, চিতড্ডা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, ঝলম ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, কলেজের প্রভাষক মাসুদ মজুমদার,
ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের এমডি ডাঃ মোঃ মেহেদী হাসান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এম, ও, ডাঃ মোঃ মাসুদ হাসান, বরুড়া ফেয়ার হাসপাতালের ডাঃ কাজী শিহাব উদ্দিন পিয়েল, ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাঃ মোঃ ইরফান শিহাব, বরুড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্টাতা সভাপতি গাজী পারভেজ হোসেন প্রমুখ।
Leave a Reply