মোঃ শরীফ উদ্দিন.বরুড়াঃ
কুমিল্লার বরুড়ায় কেমতলী অালো পাঠাগার ও সমাজকল্যান সংগঠনের শুভ উদ্বোধন। গত শুক্রবার সকাল ১০টায় বরুড়া উপজেলার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের কেমতলী গ্রামে অালো পাঠাগার ও সমাজকল্যান সামাজিক সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ অানিসুল ইসলাম,
বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রুমানা আক্তার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও চট্রগ্রাম হাবিব ব্যাংক কর্মকর্তা মোঃ শাহনুর অালম, ৩নং খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান সর্দার,
বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন একে.এইচ.গ্রুপের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মোঃ অানিসুর রহমান, উপজেলা অাওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অাবদুল ওয়াদুদ, বুড়িচং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অাবদুল কাদের প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা বলেন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়েছে, তিনি নারী নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী ও শিশু মৃত্যুর হার কমানো সহ বেকারত্ব দূর করতে প্রশংসনীয় ভুমিকা রাখায় সমাজের উন্নয়ন হচ্ছে। এসময় সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ অানিসুর রহমান এর উদ্যোগে অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান সহ তার নিজস্ব কোম্পানিতে ৪ জন যুবককে চাকুরির নিয়োগ পত্র দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন অাজ সমাজের বহু যুবক মাদকাসক্ত, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত কিন্তু কেমতলী গ্রামের যুব সমাজকে আলোকিত করতে অানিসুর রহমান বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। এ সংগঠনটি বর্তমান দূর্যোগের সময়ে লক ডাউনে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরন সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছে। সংগঠনের উপদেষ্টার প্রচেষ্টায় সমাজের যুবকদের জন্য কম্পিউটার ট্রেনিং সহ পাঠাগারের ব্যবস্থা করে তরুনদের জাগিয়ে তুলেছেন। অনুষ্ঠান শেষে পাঠাগার ও সংগঠনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অাজহার সুমন।
Leave a Reply