মোঃ শরীফ উদ্দীনঃ
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠন রক্তঋনের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। গত ২৭ এপ্রিল বেলা ১১টায় বরুড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সে সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ অানিসুল ইসলাম উপহার সামগ্রী বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা , ডকটরস কমিউনিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোঃ ইলিয়াস অাহমেদ, সাংবাদিক রোটাঃ ওমর ফারুক, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহবুব অাহমেদ, ও মোহাম্মদ নোমান হোসেন, সহ উপদেষ্টা কাতার প্রবাসী ইমন খান, কাজী মুফতী মমিন উল্লাহ ভুঁইয়া সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটি ২০১৮ সালের ৩১ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব, সাবেক বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম এর প্রচেষ্টায় একঝাঁক তরুণ তরুণীর অংশগ্রহনে সামাজিক কর্মকাণ্ডে ও মানুষের কল্যানে রক্তঋন নামে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। এরই মাঝে খুব অল্প সময়ের মধ্যেই স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভুমিকা রেখেছে। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ অানিসুল ইসলাম এর অান্তরিক প্রচেষ্টায় সংগঠনের সদস্যরা বিভিন্ন দূর্যোগের সময়ে সামাজিক কর্মকাণ্ডে কাজ করে অাসছে। উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ অানিসুল ইসলাম বলেন রক্তঋন সংগঠনটি শুধু রক্ত দানে সীমাবদ্ধতা ছাড়াও ওরা সমাজের মানুষের যে কোন মানবিক কাজে এগিয়ে অাসে। বর্তমান দূর্যোগের মধ্যদিয়েও ওরা মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখা ও করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি অারও বলেন অামি অাশা করি বর্তমান দূর্যোগের সময়ে শ্রমিক সংকটে ওরা কৃষকদের কল্যানে বোরো ধান কেটে ঘরে তোলতে সহায়তায় এগিয়ে অাসবে।
Leave a Reply