মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় রক্তঋন সামাজিক সংগঠনের সাথে ফলজ বাগান পরিচর্যা করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ অানিসুল ইসলাম।
বরুড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সে ইউএনও বাংলো ও অডিটোরিয়াম এর মাঝামাঝি জায়গাটি দীর্ঘদিন যাবত পরিত্যক্ত অবস্থায় আগাছায় পরিপূর্ণ হয়ে মশার আবাসস্থল ছিল৷ সে জায়গাটি পরিষ্কার করে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন জাতের ফলের বাগান তৈরী করেন তিনি ৷ গত ১৩ নভেম্বর “রক্তঋণ” সংগঠনের সদস্যদের নিয়ে সেই বাগানটি পরিষ্কার করা হয় ৷ এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, মাটির কাছাকাছি যাওয়ার ক্ষুদ্র চেষ্টায়, বরুড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সে ইউএনও বাংলো সংলগ্ন জায়গাটি পরিত্যাক্ত অবস্থায় ছিল পরে ব্যক্তিগত উদ্যোগে পরিষ্কার করে বিভিন্ন জাতের ফলের গাছ লাগিয়ে ফলজ বাগান তৈরী করি ৷ অাজ “রক্তঋণ” সংগঠনের সদস্যদের নিয়ে সে বাগানের আগাছা পরিষ্কার করি। তিনি বলেন
স্বপ্ন আছে বরুড়ার সকল সংগঠনকে সাথে নিয়ে উপজেলা ব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
Leave a Reply