(মোঃ শরীফ উদ্দীন, বরুড়া)
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশের মানুষ অাক্রান্ত। যার প্রভাবে সাধারণ মানুষ ও দেশের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে গত ১ লা জুন থেকে ১৫ জুন পর্যন্ত সারা দেশে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে গণ পরিবহন চালু করা হয় পাশাপাশি প্রতিদিন সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকাপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান চালুর ঘোষণা দেওয়া হয়।
গত ৬জুন বরুড়া উপজেলার পৌর সদর বাজার, দেওড়া বাজার, ঝলম বাজার, মহিদপুর বাজার সহ বিভিন্ন এলাকায় সরকারি বিধি মালা অমান্য করে দোকান খোলা রাখা, দিনের বেলায় রাস্তায় যানজট সৃষ্টি করে মালামাল ট্রাকে লোড অানলোড করা সহ বিভিন্ন অপরাধে ১৮ টি দোকানে সর্বমোট ২৮৭০০ টাকা জরিমানা অাদায় করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও জনসাধারণকে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে সচেতনতা সৃষ্টি করা হয়, এবং যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্কের ব্যবস্থা করা হয়েছে।
সবাইকে জানানো হয় যে পরবর্তীতে যারা সরকারি নির্দেশনা অমান্য করবে তাদের কে অর্থ দন্ড ও জেলে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ অানিসুল ইসলাম, কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট মোঃ অারিফুল ইসলাম রাসেল, ও মোঃ অাবদুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন অানসার ও ভিডিপির সদস্যরা।
Leave a Reply