মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় আন্তর্জাতিক নারী দিবসে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গত
৯ ই ডিসেম্বর সকাল ১০টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্ক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। বরুড়া উপজেলা মহিলা বিষক কর্মকর্তা আফরোজা বেগমের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম। নারী উদ্যোক্তা শাকিলা জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাহিদা সুলতানা, বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, কুমিল্লা সরকারী কলেজের লেকচারার শারমিন জামান, এস আই বিকাস ঘোষ প্রমুখ।
এ দিন সফল মা হিসাবে শিরিন জামান,অথর্নৈতিক ভাবে সাফল্য অর্জন কারী হিসাবে কুলসুম আক্তার, শিক্ষা ও কর্ম ক্ষেত্রে সফল্য অর্জনকারী তানজিনা আফরোজ,নির্যাতনের বিভিষিকা পার করে সাফল্য অর্জনকারী শাহিনুর আক্তার রিমা, সমাজ উন্নয়নে ফরিদা বেগম কে জয়িতা সম্মাননা প্রধান করা হয়। এ সময় নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম সকল জয়িতাদের কে সম্মান প্রদর্শন সকলের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন।
Leave a Reply