বন্ধুরা দুচোখে ঘুম নেই, কবে কখন আঁধার পেরিয়ে মুক্তির মশাল হাতে দৃশ্যমান হতে পারবো আমরা? যার অপেক্ষায় বরুড়া আ.লীগের প্রতিটি নেতাকর্মী প্রহর গুনছে ৷ হয়তো সেই মাহেন্দ্রক্ষণ বোধ হয় সমাগত, ঘরের দুয়ারে সহসায় কড়া নাড়বে বহুল প্রতিক্ষিত সেই মাধবী সময়টি অাজই? যে ক্ষণটির জন্য ৫টি বছরের অধীর অপেক্ষা বরুড়া অাওয়ামী পরিবার ?সব জীর্ণতা ও ষড়যন্ত্রের দূর্ভেদ্য সাহারা শেষে অালোকিত দিনটি আরবেশি দুরে নয়।
সব অপেক্ষার প্রহর শেষে বরুড়া ৮ অাসনের বঞ্চিত সাধারন মানুষের একটি মুক্ত অাকাশের নিচে প্রাণ খুলে হাসার যে অাকাঙ্খা, যে স্বপ্ন ৫টি বছর ধরে মনের গহনে লালন করে এসেছে বরুড়া আ.লীগ পরিবার, সে সময় বোধহয় অাজই ৷ চক্রান্তকারিদের দিন শেষ হয়ে গেছে অামার কাছে মনে হচ্ছে।
সময়ের বিবর্তনে বদলে গেছে বরুড়ার জীবন যাত্রা,অাজ থেকে রাজনীতির মঞ্চে অাসতে শুরু করবে অামূল পরিবর্তন। মানুষের চাওয়া, মানবতার বিজয় কেতন উড়তে শুরু করবে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলায়।এই ধারাবাহিকতার পথ ধরে কুমিল্লা বরুড়াতে রাজনীতির দৃশ্যপট কূটিল অাবর্ত থেকে বেরিয়ে একটি সোনালী দিনের দ্বারপ্রান্তে উপণীত অাজ।সততার অাদর্শের বীজ যেখানে রোপিত, মানুষের ফুলের ভালবাসায় যেখানে জীবন সিক্ত, অাদর্শের বলীদান করার ক্ষমতা সেখানে চক্রান্তকারিদের থাকে না।সত্য ও ন্যায়ের যুবকাষ্ঠে অসৎ রাজনীতির ধারক ও বাহকরা সেখানে পরাজিত হবেই, ইতিহাস তাই বলেছে যুগে যুগে ৷
জোর করে, ভ্রান্ত মিথ্যাচারের মাধ্যমে, মানব কল্যাণের নামে লুটপাট করে, ক্ষমতা বেশিদিন ধরে রাখা যায় না। অন্যায় অনৈতিক পথে হয়ত ক্ষমতার দাপট দেখানো যায় কিছুদিন কিন্তু সেই ক্ষমতাকে ধরে রেখে মানব মনে অাসন করে নেওয়া যায় না।চক্রান্তকারিদের ক্ষমতার মসনদ নিঠুর সময় একদিন কেড়ে নেবেই।
তাদেরকে ছুঁড়ে ফেলবেই ইতিহাসের অাস্তাকুঁড়ে।মহামুক্তির মহানায়ক হয়ে যিনি জনমানুষের অাস্থা ও অঢেল ভালবাসায় নিজেকে করেছেন সিক্ত, সার্বক্ষণিক মানব সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে ছোট্ট জীবনে হয়ে গেছেন জীবন্ত ইতিহাস, তিনি অার কেউ নন, কুমিল্লা দক্ষিন জেলা অা.লীগের সহ-সভাপতি এবং বরুড়া উপজেলা অা.লীগের অাহবায়ক, সাবেক এমপি নন্দিত জননেতা,নাছিমুল অালম চৌধুরী( নজরুল) ভাই ৷
সততা যার রাজনৈতিক হাতিয়ার।যিনি নিজে সৎ থেকেছেন অার অন্যকে সততার পথে অাহবান জানিয়েছেন এবং সততার প্রশ্নে কখনো করেননি কারো সাথে বিন্দুমাত্র অাপোষ বা সমঝোতা। ফলে জীবন তাকে দিয়েছে পরিচ্ছন্ন অাদর্শিক, জনপ্রিয়তার শিখর স্পর্শ করার মহান গৌরব। কূলষিত রাজনীতির পাদদেশে দাড়িয়েও তিনি হতে পেরেছেন রাজনীতির মঞ্চে একজন অনুসরণীয় নন্দিত নেতা ও জীবন্ত কীংবদন্তি।গত ৫টি বছর উন্নয়নের ছোঁয়া বঞ্চিত বরুড়াবাসী,কারন এখানে এমন এক দানব জনপ্রতিনিধি ছিল যার অত্যাচার অবিচার অনিয়ম মানুষকে পাথর বানিয়ে দিয়ে ছিল—তাই সাধারন মানুষের একটাই দাবি, একটাই প্রশ্ন, মহাজোট নয়,অামরা নৌকার প্রার্থী হিসেবে দেখতে চাই সাবেক এমপি নজরুল ভাইকে অাবার ৷
জনমত জরিপ, গোয়েন্দা সংস্থাসমুহের জরিপ ফলাফলে জনপ্রিয়তা বিদ্যমান।অপ্রতিদ্বন্দি প্রার্থী হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয়তার সব রেকর্ড স্পর্শ করেছেন অামাদের প্রান প্রিয় নেতা নজরুল ভাই— তবুও এই অাসনের জনগন অাতঙ্কিত যদি কেন্দ্র জনতার মনের ভাষা না বুঝে সেই দানবকে প্রার্থী করে তবে নিরব ব্যালট বিপ্লব ঘটে যেতে পারে এই অাসনে।ফলে নিশ্চিত এ অাসনটি হারাবে অা.লীগ,সাধারন মানুষের ধারনা ৷
মহাজোট নয় অা.লীগ থেকে প্রার্থী দিলে যে ভোট বিপ্লব ঘটবে যা দেশে ইতিহাস হয়ে থাকবে ৷জনপ্রিয়তা, প্রার্থীতা প্রদানের বিষয়টি নিয়ে অা.লীগ অাজ সেই ভুলটি করবে না অাশা করি অামার কাছে তাই মনে হচ্ছে ৷
অামাদের বরুড়াবাসীর দাবীর প্রতি শ্রদ্ধা জানাবেন জননেত্রী শেখ হাসিনা ৷বিগত ৫টি বছর ধরে অামরা অাশায় বুক বেধে অাছি, বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দেব বলে?অামরাতো হাজারো কর্মী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নেত্রীর সহযাত্রী ৷ দিনের পর দিন, মাসের পর মাস,বছরের পর বছর, অামরা প্রতিটা মুহূর্তকে নেত্রীর জন্য নিবেদন ৷ নেত্রী তথা দল যদি কোন অাত্মঘাতী সিদ্ধান্ত অাজ দিয়েই দেন তাহলে— হাজার হাজার স্বপ্নবাজ তরুণের মনে কি পরিমাণ অাঘাতের ক্ষত সৃষ্টি হবে তা তো নেত্রী ভালো করেই বুঝেন,তাই অামার বিশ্বাস, অাজ অামাদের প্রতি অবিচার নেত্রী করবে না? প্রিয় নেত্রী তো জানেন, তরুণরা যখন মা বাবা পরিবারের দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকার কথা, ঠিক তখন শুধুমাত্র নেত্রী জন্য,দলের জন্য,রাত দিন শত্রুর মোকাবিলা করে রাজপথে বিচরণ করে যাচ্ছি ৷
তরুনরা বিবেচনা করেনা তার পরিবার, তার সমাজ। অামরা বিবেচনা করি একজন শেখ হাসিনা কে, একজন বঙ্গবন্ধু কন্যাকে। অামরা রক্ত পানি করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সৈনিকেরা পারবো না দূর্নীতিবাজ, সৈরশাসক এরশাদের প্রতিক লাঙ্গলে ভোট দিতে অার ? সবিনয়ে বলতে চাই মাননীয় নেত্রী, অাপনি অাজ অামাদের বরুড়া অা.লীগ পরিবারের প্রতি অবিচার করবে না ?এটা অামাদের প্রতি অন্যায় করা হবে। অামরা তো এমন না যে, অামরা অামাদের যোগ্য নেতৃত্ব অাপনার সামনে উপস্থাপন করতে পারিনি। অামরা ঠিকই সেটা পেরেছি। অামরা সব সময় বুকে হাত দিয়ে বলি শেখ হাসিনা কখনো ভূল করেন না, নেত্রী অাশা করি ভূল করবে না অাজ ৷
ফেসবুক থেকে নেওয়া:
Leave a Reply